How to create a Meta tag and submit Meta tag on your blog
আচ্ছালামুয়ালাইকুম, welcome to search engine optimization bangle video tutorial. কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন, আমি আল্লাহর রহমতে ভাল আছি । আমি আজকের টিউটোরিয়ালে আপনাদের জন্য কি টিউন নিয়ে আসলাম তা অবশ্যই টিউনের টাইটেল দেখে বুঝতে পেরেছেন । আমি আজকের টিউটোরিয়ালে আপনাদের কে দেখাব কিভাবে মেটা ট্যাগ তৈরি করবেন, এবং তা আপনার ব্লগে সাবমিট করবেন । তার আগে মেটা ট্যাগ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি ।
মেটা ট্যাগ সার্চ
ইঞ্জিন অপ্টিমাইজেশন এর একটি গুরুত্বপূর্ণ বিষয় । মেটা ট্যাগ হচ্ছে আপনার সাইটের একটি
বেসিক আইডিয়া প্রধান কারি ট্যাগ বা কোড নাম্বার । আপনি যখন আপনার সাইট কে সার্চ ইঞ্জিন
গুলিতে সাবমিট করাবেন, তখন সার্চ ইঞ্জিন গুলি মেটা ট্যাগ থেকে আপনার সাইট সম্পর্কে
একটি বেসিক ধারনা পাবে । মেটা ট্যাগের কী-ওয়ার্ড গুলি থেকে সার্চ ইঞ্জিন আপনার ওয়েব
সাইট সমপর্কে একটি ধারনা পাই । বর্তমানে এই মেটা ট্যাগের তেমন একটা গুরুত্ব সার্চ ইঞ্জিন
দেইনা । তারপর ও আমি আপনাদের দেখাব কিভাবে এই মেটা ট্যাগ তৈরি করবেন এবং কিভাবে মেটা
ট্যাগ আপনার ব্লগে সাবমিট করবেন ।
আবার অনালাইনে
মেটা ট্যাগ তৈরির অনেক কাজ পাওয়া যাই, ক্লাইন্ট তার সাইটের জন্য মেটা ট্যাগ তৈরি করে
দিতে বলে । আমরা মেটা ট্যাগ তৈরি কারার নিয়ম জানলে, ক্লাইন্টকে মেটা ট্যাগ তৈরি করে
দিতে পারব ।
তো চলুন শুরু
করি আজকের টিউটোরিয়াল ।
Meta
name=”description” content=”free search engine optimization (seo) bangle video
tutorial for blogger” />
<Meta
name=”keywords” content=”seo for blogger, seo bangle tutorial, seo bangle video
tutorial, seo video tutorial for blogger” />
<Meta
name=”author” content=”stale refsnes” />
<Meta
Charset=”UTF-8” />
এই
হচ্ছে মেটা ট্যাগের একটি কোড, এই কোড এর মধ্যে প্রথম দুইটি ট্যাগ গুরুত্বপূর্ণ ।তৃতীয়
এবং ৪র্থ নাম্বার ট্যাগ না দিলে ও চলে । কিন্তু প্রথম ট্যাগ দুইটি অবশ্যই দিতে হবে
।
·
প্রথম
ট্যাগ হচ্ছে, <meta
name=”description” content=”এর মধ্যে আপনার ব্লগের সম্পর্কে কিছু কথা লিখুন,
আমি আমার ব্লগের টাইটেল টা এখানে দিয়ে দিলাম,”
/>
·
দ্বিতীয়
ট্যাগ হচ্ছে, <meta name=”keywords”
content=”এখানে আপনার ব্লগের কী-ওয়ার্ড গুলি দিয়ে দিবেন । আমি আপনাদের দেখানোর
জন্য কিছু কী-ওয়ার্ড দিয়ে দেখালাম, আপনারা এইভাবে কী-ওয়ার্ড গুলি লিখবেন । কী-ওয়ার্ড
গুলি ২০ শব্দের হলে ভাল হয় “ />
·
৩য়
এবং ৪র্থ নাম্বার ট্যাগ গুলি বেশি গুরুত্বপূর্ণ না, এই ট্যাগ গুলি না ব্যাবহার করলেও
চলবে ।
এই
হচ্ছে আমার আজকের মেটা ট্যাগ তৈরি করার টিউটোরিয়াল । আমি আগামি টিউটোরিয়ালে আপনাদের
দেখাব কিভাবে এই মেটা ট্যাগ আপনার ব্লগে সাবমিট করবেন ।
মেটা
ট্যাগ তৈরির এই টিউটোরিয়াল বুঝতে কারো অসুবিদা হলে, ইউটিউব ভিডিও দেখুন ।
আজ
এখানেই শেষ করছি। আগামি টিউনের আমন্ত্রন রইল। ভাল থাকবেন সবাই ।আল্লাহ হাফেজ ।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.