আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর আমি কিছুদিন অনেক ব্যাস্ত ছিলাম, তাই আপনাদের সাথে কোন ভিডিও পোস্ট শেয়ার করতে পারি নি। আজকে ফ্রি হলাম তাই আবার ভিডিও তৈরি করে লিখতে বসে গেলাম, আমি আজকে আপনাদের সাথে যেই ভিডিও শেয়ার করব, তার টাইটেল হচ্ছে, কিভাবে ইউটিউব চ্যানেলের subscribe বাটান আপনার ব্লগে যুক্ত করবেন। তো চলুন শুরু করি।
প্রিয় ভিজিটর আমার পোস্টের শুরুতে একটি হাদিস তেলাওয়াত করতেছি, হাদিসটি মনযোগ দিয়ে পড়ুন,
- হাদিসঃ নাওয়াস ইবনে সাম’য়ান রাদিয়াল্লহু আনহু থেকে বর্নিত আছে। তিনি বলেন। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কিয়ামতের দিন কুরআন ও তার অনুসারীগণকে, যারা দুনিয়ায় এর উপর আমল করতো। আল্লাহর দরবারে পেশ করা হবে।সুরায়ে বাকারা ও সুরায়ে আলে ইমরান সমস্ত কুরআনের প্রতিনিদি হিসেবে তাদের উপর আমলকারীগনের জন্যে আল্লাহর নিকট সুপারিশ করবে।
- (এবং বলবে এরা আপনার রহমত ও মাগফিরাত পাওয়ার যোগ্য এদের উপর দয়া করুন। এদের অপরাদ ক্ষমা করে দিন। (‘’-মুসলিম)
- প্রিয় ভিজিটর আল্লাহ আমাদের কে সুরায়ে আলে ইমরান এবং সুরায়ে বাকারা এর উপর আমল করার তোওফিক দান করুন। “আমিন”।
প্রিয় ভিজিটর এবার চলুন আমাদের মুল পোষ্টে চলে যায়, ইউটিউব চ্যানেলে subscribe বাটান আমাদের ব্লগে যুক্ত করলে আমরা আমাদের চ্যানেলের অনেক subscriber লাভ করতে পারব। যা আমাদের ইউটিউব ভিডিও কে টপে নিয়ে আসবে। ইউটিউব প্রথমত ঐ চ্যানেলে দিকে বেশী নজর দেয় যেই চ্যানেলের subscriber বেশী, যে ভিডিও এর ভিউ বেশী, সেই চ্যানেল কে সেই ভিডিও কে ইউটিউব তাদের টপে রেখে দেই। আমরা এই টিউনে ইউটিউব subscriber বাড়ানোর একটি পন্থা অবলম্বন করব। আমাদের চ্যানেলে ইউটিউব সাবস্ক্রাইবার বাটান যুক্ত করে।
আমি গেল টিউনে আপনাদের কে দেখিয়েছি, কিভাবে ব্লগে ফেসবুক লাইক বাটান যুক্ত করতে হয়। যারা দেখেন নি এখানে ক্লিক করে দেখে আসুনঃ https://www.youtube.com/watch?v=QDROIpvh_0c
আমি গেল টিউনে আপনাদের কে দেখিয়েছি, কিভাবে ব্লগে ফেসবুক লাইক বাটান যুক্ত করতে হয়। যারা দেখেন নি এখানে ক্লিক করে দেখে আসুনঃ https://www.youtube.com/watch?v=QDROIpvh_0c
প্রিয় ভিজিটর কিভাবে ব্লগে মধ্যে ইউটিউব subscribe বটান যুক্ত করতে হয় এই নিয়ে আমার আজকের ভিডিও ।
ভিডিও সম্পর্কে”
ভিডিও বিষয়” ব্লগে যুক্ত করুন ইউটিউব subscribe বাটান।
ভিডিও দেখুনঃ
তো প্রিয় ভিজিটর আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
Post a Comment
1 comments:
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.