আসসালামু অলাইকুম। কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহ অশেষ রহমতে ভালই আছে। এটা আমার প্রথম টিউন। এ সম্পর্কিত টিউন আমি আগে খুঁজে পাইনি। তার পরেও যদি কোন টিউনের সাথে মিলে যায়, তবে আমাকে জানালে টিউনটি মুছে দিব।
আমি এন্ড্রইয়েড মোবাইল ব্যবহার করি বেশ কিছু দিন আগে থেকে। প্রায় সব অফিসিয়াল কাজ এটাতে করা যায়। যেকোন ডকুমেন্ট লেখা,এডিট করা। ইংরেজী ভাষার ক্ষেত্রে কোন সমস্যা নেই। বাংলা ইউনিকোড হলেও কোন সমস্যা এখনকার নতুন মোবাইলে হয় না। তবে সমস্যা দেখা দেয় তখন, যখন কোন বাংলা ANSII লেখা হয় অর্থাৎ বিজয়, সুতনি ফ্রন্ট এ লেখা হয়। তখন লেখাগুলো ভেঙ্গে যায়। এমনকি যদি সেটা পি ডি এফ ফাইলও হয়।
এ সম্পর্কে নেটে খুঁজে একটা পদ্ধতি পেয়েছি সেটা M S Hossain Khan ভাইয়ের। এ পদ্ধতি তা ভাল, তবে ফ্রন্ট আপলোড-ডাউনলোড করা সময় সাপেক্ষ ব্যাপার এবং নেট ছাড়া হয় না।
আমার মতে এর সহজ সমাধান (No Root Needed)
প্রথমে আপনার মোবাইলে KingSoft Office ডাউনলোড করে নিন।এখন থেকে। মোবাইলে ডিফল্ট দেয়া থাকলে Uninstall করুন। ডিফল্ট থাকলে কাজ নাও হতে পারে (আমি নিশ্চিত না)। এবার কম্পিউটারের সাথে USB Cable দিয়ে মোবাইল কানেক্ট করুন। মেমরী কার্ড অথবা ইন্টার্নাল মেমরী কার্ডে ঢুকে নিম্নোক্ত পদ্ধতি অনুসরন করুন
প্রথমে Android > data> cn.wps.moffice_eng > .cache (ডট যুক্ত ফোল্ডার) > KingsoftOffice > .front
এখন কম্পিউটার থেকে আপনার চাহিদা অনুযায়ী ফ্রন্ট (Bijoy, SutonnyMJ) কপি করে .front ফোল্ডারে পেস্ট করুন।
এবার মোবাইল রিস্টার্ট দিন।
এখন আপনি আপনার মোবাইলে যেকোন বাংলা (Unicode/Ansii) ফ্রন্ট দেখতে পারবেন।
সবাইকে ধন্যবাদ।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.