আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন । আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর আমি এই টিউনে আপনাদের দেখাব কিভাবে আপনার শখের ফেসবুক একাউন্টকে ফটোভেরিফিকেশনের হাত থেকে এবং ফেসবুক হেকিং এর হাত থেকে রক্ষা করবেন। অর্থাৎ কিভাবে আপনার ফেসবুকের নিরাপত্তা দিবেন। চলুন শুরু করি।
এই টীউনের বিষয়ঃ
- 1. কিভাবে ফেসবুক ফটোভেরিফিকেশনের হাত থেকে রক্ষা পাবেন।ভিডিও টিউটোরিয়াল।
- 2. কিভাবে ফেসবুক কে hack হবার হাত থেকে রক্ষা করবেন ভিডিও টিউটোরিয়াল।
- প্রথমে ফেসবুক একাউন্টে লগইন করুন, তারপর facebook সেটিংস এ প্রবেশ করুন।
এবার Timeline Taging এ ক্লিক করুন। এবার দেখুন এখানে লেখা আছে who can add thing to my timeline? এর মানে হচ্ছে, আপনার ফেসবুক প্রোফাইলে কি কেউ কিছু যোগ করতে পারবে?
এখন দেখুন এই ক্যাটাগোরির মধ্যে আরেকটি লেখা আছে who can post on your timeline? অর্থাৎ আপনার টাইমলাইনে কি কেউ পোস্ট করতে পারবে? আমরা এখানে only me করে দিবে। যাতে করে কেউ আমাদের টাইমলাইনে কিছু লিখতে না পারে। আপনার টাইমলাইনে শুধু আপনি নিজেই লিখতে পারবেন। অন্য কেউ লিখতে পারবেনা।
- এর পরে যেই প্রশ্ন টি রয়েছে, review posts friends tag you in before they appear on your Timeline? অর্থাৎ আপনার টাইমলাইনে যদি আপনার বন্ধুরা কিছু ট্যাগ করে, আপনি কি সেটা পর্যালোচনা করবেন? আপনি এখানে ক্লিক করে on করে দিন। এখন আপনাকে যদি কেউ কোন ফটো ট্যাগ করে আপনার ফেসবুক প্রোফাইলে pending post আকারে একটি লেখা আসবে। আপনি ঐ লেখার মধ্যে ক্লিক করে দেখতে পারবেন কারা আপনাকে ফটো ট্যাগ করেছে। এখন আপনাকে দুইটি অপশন দেয়া হবে। add to timeline or hide আপনি hide এ ক্লিক করুন। তাহলে আপনি আর ফটোভেরিপিকেশনের কবলে পড়বেন না।
- Ø এবার আসুন দেখব কিভাবে ফেসবুক কে hack হবার হাত থেকে রক্ষা করবেন।
এই পদ্ধতি লিখলাম না, উপরের দুইটি পদ্ধতি নিয়ে ভিডিও তৈরি করলাম ভিডিও দেখুন আর নির্ভুল ভাবে কাজটি সম্পূর্ন করুন।
ভিডিও টি ভাল লাগলে আবস্যই কমেন্ট করবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে subscribe করবেন।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.