আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রিউ ভিজিটর আমি আজকে আপনাদের দেখাব উইন্ডোজ চালিত কম্পিউটারের এবং ইন্টারনেট স্পীড বাড়ানোর ২য় পর্ব। এই পর্বটি কেউ মিস করবেন না। কারন ইন্টারনেট এর স্পীড বারানোর এটি একটি গুরুত্বপূর্ন পর্ব। চলুন শুরু করি।
- Ø প্রথমে start menu তে ক্লিক করুন। এবং create a restor point লেখাটা সার্চ করুন। তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন। যেই window টি ওপেন হবে সেখান থেকে create এ ক্লিক করুন। এখন আপনার restore point নাম দিন। (যে কোন নাম দিতে পারেন) এখন একটু অপেক্ষা করুন। successful দেখালে close তে ক্লিক করুন।
- Ø এবার run কমান্ড ওপেন করুন, regedit লিখে ok করুন। এখন HEKY_LOCAL_MACHINE >> software>>Microsoft>>windows>> current version>> এবার ডান দিকে খালি যাইগার মধ্যে মাউস রেখে মাউসের রাইট বাটানে ক্লিক করুন। এবং new থেকে DWORD(32-bit)value তে ক্লিক করুন।এবং rename করে নাম দিন MaxConnectionPersever . এবার মাউসের right বাটানে ক্লিক করে modify তে ক্লিক করুন এবং value 16 করে দিন।
- Ø এবার আরেকটি value তৈরি করুন। মাউসের রাইট বাটানে ক্লিক করুন new থেকে DWORD(32-bit)value তে ক্লিক করুন।এবং rename করে নাম দিন MaxConnectionPer1_0server . এবার মাউসের right বাটানে ক্লিক করে modify তে ক্লিক করুন এবং value 16 করে দিন।
- Ø এবার আবার run কমান্ড দিয়ে gpedit.msc ওপেন করুন। এখান থেকে computer configuration এ ক্লিক করুন।>> administrative templates>> network >>QoS pocket scheduler >>limit reservable bandwidth ক্লিক করব এবং ডিসেবল এ ক্লিক করব।
- Ø এবার cmd ওপেন করুন run as administrator দিয়ে। এবং এই লেখাটি টাইপ করুন netsh interface tcp set global autotuning=disabled লিখে এন্টার প্রেস করুন ব্যাস আপনার কাজ শেষ এবার কম্পিউটার রিস্টার্ট দিন।না বুজে কাজটি করেতে যাবেন না।
Ø যারা বুজতে পারেন নি ভিডিও দেখুন।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.