আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি। আমি এই টিউনে আপনাদের কে দেখাব কিভাবে Google chrome এর ব্রাউজিং এবং ডাউনলোড স্পীড বাড়াবেন।এটি Google chrome এর স্পীড বাড়ানোর ১০০০% কার্য কর পদ্ধতি। এই টিপস আমি নিজেও follow করছি। তো চলুন দেখি কিভাবে গুগল ক্রোম এর ব্রাউজিং স্পীড বাড়াবেন।
- Ø প্রথমে google chrome ওপেন করুন এবং setting এ ক্লিক করুন। তারপর নিচে নামুন এবং show advance settings এ ক্লিক করুন।
- তারপর privacy থেকে নিচের চিত্রের মত দুইটি বক্সে টিক চিহ্ন দিয়ে বাকি গুলি থেকে টিক চিহ্ন তুলে দিন।
- Ø তারপর Network setting থেকে change proxy setting এ ক্লিক করুন LAN setting ক্লিক করুন নিচের চিত্রের মত দুইটি বক্স আনচেক করে দিন।
- Ø তারপর extension এ ক্লিক করুন। এবার আপনার যে Add-ons কাজে লাগেনা সেই এড-অনস গুলি ডিলেট করে দিন। এই এড-অন্স গুলি তার নিজস্ব কাজ করতে গিয়ে অনেক ডাটা খরচ করে যার করনে আপনার ইন্টারনেট ব্রাউজিং এবং ডাউনলোড স্পীড স্লো হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় Remove করে দিন। নিচের চিত্র দেখুন।
- Ø তারপর history তে ক্লিক করুন এবং cleare browsing Data তে ক্লিক করুন। নিচের চিত্রে মত প্রথম তিনটি বক্স চেক করে বাকি সবগুলি বক্স আনচেক করে দিন।
- Ø তারপর এই এড্রেসে যান chrome://plugins/ এবং নিচের চিত্রের মত করে enable এবং disable করে দিন।
- Ø তারপর এই এড্রেসে যান chrome://flags/#max-tiles-for-interest-area এবং Maximum tiles for interest area ডিফল্ট থাকে আপনি 512 করে দিন। এবং relaunch now তে ক্লিক করুন। নিচের চিত্র দেখুন,
- Ø এবার Google সার্চ করুন fastest এবং প্রথম যে সাইট টি আসবে www.fastestfox.com/ এই ওয়েব সাইটে যান। সেখান থকে ডাউনলোড এ ক্লিক করুন। নিচের চিত্র দেখুন।
- Ø আবার Google chrome সেটিংস থেকে extension এ ক্লিক করুন। এবং আপনার ডাউনলোড করা ফাইল্টি এখানে ড্রাগ করুন। তারপর ADD এ ক্লিক করে google chrome এর মধ্যে Add-ons টি যুক্ত করুন।
- Ø এবার Google chrome ব্রাউজারটি রিস্ট্রাট করুন।
আপনার কাজ শেষ এবার আপনি ইন্টারনেট ব্রাউজ করে দেখুন আগের চাইতে ১০০ গুন বেড়েছে আপনার ইন্টারনেট স্পীড।
কাজটি সম্পূর্ন নির্ভুল ভাবে করতে আমার তৈরি কৃত ভিডিও দেখুন।
ভিডিও সম্পূর্ণ বাংলাতে
ভিডিও সম্পূর্ণ বাংলাতে
তো প্রিয় ভিজিটর আজ এখানেই বিদায় নিচ্ছি ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
আমার প্রতিদিনের আপডেট পেতে ফেজবুক পেইজে যোগ দিন
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.