আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর আমি আজ আপনাদের কে দেখাব, কিভাবে দেখবেন কে কে আপনার FACEBOOK প্রোপাইল ভিজিট করেছে। HOW TO SEE WHO VIWED YOUR FACEBOOK PROFILE.তো চলুন শুরু করি।
- Ø প্রথমে আপনার ফেসবুক প্রোপাইলে ভিজিট করুন। এখন যে কোন এক জাইগাতে মাউস রেখে Right বাটানে ক্লিক করুন। তারপর view page source এ ক্লিক করুন। এখন যে ট্যাব ওপেন হলো সেই ট্যাবে প্রবেশ করুন।
- Ø কি-বোর্ড থেকে CTRL+F এক সাথে চাপুন।
- Ø সার্চ বক্সে availablelist লিখে এন্টার প্রেস করুন। এই লেখাটা যেখানে আছে সেখানে হাইলাইট করে দেখাবে।
- Ø হাইলাইটেড লেখার নিচে দেখুন কিছু কিছু কোড আছে। এখান থেকে একটি কোড কপি করুন।
- Ø এবার ব্রাউজারের এড্রেস বারে লিখুন wwww.facebook.com/code .উদাহরনঃ—www.facebook.com/125468225464655 এবার এন্টার প্রেস করুন।
- Ø যার প্রোপাইল ওপেন হবে সেই আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে।
- Ø এভাবে আপনি কোড গুলি কপি করে করে দেখতে পারেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে।
- Ø যারা বুঝতে পারেন নি। তারা ভিডিও দেখুন।
- Ø প্রিয় ভিজিটর আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.