কম্পিউটারের Hard Disk ভালো রাখার ৯টি টিপস. আপনার অবস্যই কাজে লাগবে
সবাইকে সালাম জানিয়ে শুরু করছি কম্পিউটার Hard Disk ভালো রাখার ৯টি টিপস। এই টিপস গুলি আপনার হার্ড ডিস্ক কে ভালো রাখতে সাহায্য করবে।
কম্পিউটিং ডিভাইসে হার্ডডিস্ক (Hard disk) বাদ দিয়ে কিছু চিন্তা করা অসম্ভব! অপারেটিং সিস্টেম থেকে শুরু করে প্রয়োজনীয় সব ফাইল সংরক্ষণ, সম্পাদনা ও ব্যবহারের কাজে হার্ডডিস্ক ব্যবহার করা হয়।
Hard Disk এর এতসব প্রয়োজনীয়তার ভিড়ে কোনো কারণে সমস্যা দিলে ভোগান্তির শেষ নেই। আমাদেরকে নানা কারণে এই ভোগান্তিতে পড়তে হয়। তবে কিছু বিষয় ও নিয়ম কানুন মেনে চললে হার্ডডিস্কের ক্রাশ কিংবা অন্যসব সমস্যা থেকে দুরে থাকা যায়। হার্ডডিস্কের সুরক্ষায় তেমনই কিছু বিষয়ের উল্লেখ করা হলো।
১. পার্টিশন ব্যবহার করা। এতে একটি পার্টিশনে অপারেটিং সিস্টেম এবং অন্যান্যগুলোতে প্রয়োজনীয় ফাইল রাখা যায়। ফলে কোনো কারণে সমস্যা হলে ফাইল রিকোভারিসহ নানা কাজে সুবিধা হয়। আর হ্যাঁ, প্রতি পার্টিশনে অন্তত ২০ শতাংশ জায়গা ফাকা রাখা উচিত।
২. Hard Disk নিয়মিত ডিফ্র্যাগ করা। সপ্তাহে অন্তত একবার বুট টাইম ডিফ্রাশ তথা পেজফাইল, হিবারফিলসহ সিস্টেম ফাইল ডিফ্রাশ করা। এতে অপ্রয়োজনীয় ফাইলের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
৩. হার্ডডিস্কের প্রধান শত্রু হলো ধুলাবালি। একটি ছোট্ট ধুলাবালির কণা হার্ডডিস্কের হেড নষ্ট করতে পারে। এতে হার্ডডিস্ক ক্রাশ হওয়ারও সম্ভাবনা থাকে। তাই যতটা সম্ভব ধুলাবালি থেকে হার্ডডিস্ককে সুরক্ষা করা উচিত।
৪. হার্ডডিস্কের তাপমাত্রা নিয়মিত মনিটর করা। প্রয়োজনে সিস্টেম ও হার্ডডিস্ক মনিটর সফটওয়্যার ব্যবহার করতে পারেন। প্রয়োজনে ক্রিটিক্যাল তাপমাত্রা সেট করে নিতে হবে, যাতে হার্ডডিস্ক গরম হয়ে গেলে নোটিফিকেশন পাওয়া যায়।
৫. নিয়মিত Recycle Bin ও Browser Cache মুছে ফেলা। এক্ষেত্রে সিক্লিনার (ccleaner) সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। আর এই সফটওয়ারটি অনেক ভাল কাজ করে। এতে করে আপনার slow কম্পিউটার অনেকটা ফাস্ট কাজ করে। সফটওয়ারটি ডাউনলোড করতে Google search করুন (ccleaner for windows)
৬. সুযোগ পেলে বছরে অন্তত একবার হার্ডডিস্কের ডাটা ব্যাকআপ নিয়ে ডিস্ক লো লেভেল ফরম্যাট করে নেওয়া। এতে ব্যাড সেক্টরসহ হার্ডডিস্কে অন্যান্য সমস্যা থাকলে সেটি দুর হতে পারে।
৭. প্রয়োজনে উইন্ডোজের ইনডেক্সিং বন্ধ করে দেওয়া। কারণ ইনডেক্সের কারণে অযথাই ডিস্ক ঘুরতে থাকে এবং শক্তি বা ব্যাটারি ক্ষয় হয়।
৮. UPS ব্যবহার করা। এতে হার্ডডিস্ক ক্রাশ হওয়া থেকে দুরে থাকা যায়।
৯. সিস্টেম রিস্টোর অফ করে রাখা উচিত। কারণ সিস্টেম রিস্টোর হার্ডডিস্কের পারফরম্যান্স ধীরগতির করে ফেলে। যার ফলে আপনার কম্পিউটার ও অনেক slow কাজ করে।
প্রিয় ভিজিটর এই হচ্ছে আমার আজকের টিউন। টিউন্টি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় ভিজিটর আমি এই টিউন গুলি অনলাইন থেকে সংগ্রহ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো প্রিয় ভিজিটর আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই। আল্লহ হাফেজ।
প্রতিদিন নিত্য নতুন টিউন পেতে আমাদের সাথে যোগদিন www.facebook.com/rjimran01
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.