আচ্ছালামুয়ালাইকুম, কমন আছেন সবাই আশা করি ভাল আছে আমি আলাহর রহমতে ভাল আছি। প্রিয় ভিজিটর Microsoft office 2007 বাংলা টিটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রিয় ভিজিটর আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড-২০০৭ শিখতে চান তাদের জন্য টিউটোরিয়াল্টি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি চেইন টিউন। এই টিউনে আপ্নারা আমার সাথে থেকে Microsoft office 2007 শিখতে পারবেন। মাইক্রোসফট অফিস ২০০৭ নিয়ে এই হচ্ছে আমার ২য় টিউন। প্রিয় ভিজিটর আমরা গেল পর্বে Microsoft office word এর window পরিচিতি নিয়ে আলোচনা করলাম।এখন আমরা প্রত্যেক্টি উইন্ডো এর বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ভিজিট চলুন শুরু করি আমাদের আজকের পর্ব।
প্রথমে মাইক্রোসফট অফিস ২০০৭ ওপেন করুন। তারপর যে স্ক্রীন্টি দেখবেন, সম্পূর্ন স্ক্রীন HOME TAB বা হোম মেনু এর আন্ডারে রয়েছে, হোম মেনু এর আন্ডারে যেই টুলবারটি দেখছেন, এগুলো সবই খুবই দরকারি এবং এই টুলবারটি ব্যাবহার করে আপনি মাইক্রোসফট অফিস এর প্রয়জনীয় সব কাজই করতে পারবেন। তাই আমরা প্রথমে মাইক্রোসফট অফিস এর এই টুলবার গুলির ব্যাবহার শিখব।
microsoft office button
microsoft office 2007 bangla tutorial |
HOME TAB
microsoft office 2007 bangla tutorial |
Style
প্রিয় ভিজিটর আমরা এতক্ষন যেই চিত্র গুলা দেকলাম, এবার আমরা এই চিত্র গুলির বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব Home Tab এবং Font Tools নিয়ে। এখানে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় টুলস হলো FonT তারপর paragraph, Clipboard, Editing এবং সবশেষে Styles টুলবারটি।
microsoft office 2007 bangla tutorial |
আপনি যদি কম্পিউটার ব্যাবহারে নতুন হন তাহলে আপনার মনে অবশ্য প্রশন আসতে পার Font কী?
উত্তরঃ ফন্ট হলো একসেট বর্ণমালা। সহজ ভাবে বলা যায়, ধরুন আপনার ৩জন বন্ধু আছে- তাদের আপনি এক এক জনের এক একটা নাম দিয়ে দিলেন। এবং তাদের এক এক জনের হাতের লেখা এক এক রকম। মানে এক জনের হাতের লেখা এক এক ধরনের সুন্দর। ঠিক এখানেও এক এক ফন্টের লেখা এক এক রকমের সুন্দর। আমি ফন্ট গুলির স্ক্রীন শর্ট নিচে দিলাম।
microsoft office 2007 bangla tutorial |
প্রথমেই fonst toolbar টির ব্যবহার জেনে নিই। এখানে আপনার বিভিন্ন টুলস এর আইকনের দিকে লক্ষ করলে দেখবেন icon গুলি তাদের ব্যাবহার অনুযায়ী ডিজাইন করা হয়েছে। যেমন bold এর icon টার B একটু মোটা হরফে লেখা আছে, italic আইকনের I টা ডান দিকে কাত করা। এভাবে আপনারা এই কন দেখাই বুঝতে পারবেন ঐ টুলস এর কাজ কি। নিচের ছিবিটি দেখুন
microsoft office 2007 bangla tutorial |
পছন্দ অনুযায়ী Font নির্বাচন করুন।
ফন্ট সাইজ ছোট বা বড় করুন।
ফন্টকে বোল্ড বা হাইলাইট করুন।
উপরের চিত্র দেখে ফন্টকে আন্ডারলাইন করুন।
ফন্ট এর মাঝবরাবর দাগ দিন।
ফন্টকে subscript বা H2O এই ভাবে লিখুন।
ফন্টকে superscript বা x2 এভাবে লিখুন
ভিবিন্ন শব্দকে বড় হাতের বা ছোট হাতের অক্ষরে পরিনত করুন।
এতক্ষন আমরা যা যা লিখলাম সেটা আমরা save করব। সেভ করার জন্য আমরা নিচের চিত্রের এই আইকনে ক্লিক করব, অথবা কী-বোর্ড থেকে (CTRL+S) প্রেস করব।
microsoft office 2007 bangla tutorial |
তারপর নিচের মত স্ক্রীন আসবে
microsoft office 2007 bangla tutorial |
তারপর আপনার ফাইলের নাম দিন ও Save এ ক্লিক করুন। ব্যাস আপনি এতক্ষন যে ফাইল্টি তৈরি করলেন তা সেভ হয়ে গেল।
(কী-বোর্ড কমান্ড মনে রাখার সহজ পদ্ধতি হল, আপনি যে কাজটি করতে চান তারপ্রথম অক্ষর এবং সাথে ctrl চাপতে হবে।)
তো পিয় ভিজিটর এই হচ্ছে আমার Microsoft office word 2007 এর ২য় পর্ব। প্রিয় ভিজিটর আগামি পর্বের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.