0

কিভাবে windows চালিত পিসি-ল্যাপটপ-কম্পিউটারের screen Record করবেন, কম্পিউটারের Screen Record করার একটি অসাধারন সফটয়ার। সাথে আজীবন ব্যাবহার করার সুবিধা।আচ্ছালামুয়ালাইকুম কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি । প্রিয় ভিজিটর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, কম্পিউটারের screen record করার একটি অসাধারন সফটওয়ার। এই সফটওয়ারের মাধ্যমে আপি খুভ সহজে কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে পারবেন,
কিভাবে windows চালিত পিসি-ল্যাপ্টপ-কম্পিউটারের screen Record করবেন, কম্পিয়টারের Screen Record করার একটি অসাধারন সফটয়ার। সাথে আজীবন ব্যাবহার করার সুবিধা।ভিডিও টিউটোরিয়াল তৈরি করার একটি অসাধারন একটি screen record সফটওয়া্র ডাউনলোড করুন এবং ব্যাবহার করুন আজীবন।



আমরা জানি বিশ্বের সবছেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব । আর এই ইউটিউবে আমরা বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখতে পায় । আমার মনে প্রশ্ন জাগে আমি যদি পারতাম এই ভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে, আমার তৈরি করা ভিডিও ইউটিউবের মত ওয়েব সাইটে আপলোড করতে, এবং ইউটিউব থেকে এডসেন্স এর মাধ্যমে আয় করতে । আমার মত এই রকম প্রশ্ন যাদের মনে জাগে, তাদের জন্য আমার আজকের এই টিউন ।

আমি আজকে আপনাদের সাথে যেই সফটওয়ারটি শেয়ার করব, তার দ্বারা আপনারা কম্পিউটার থেকে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন । ভিডিও ইউটিউবে আপলোড করে এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন ।সফটওয়ারটির নাম হচ্ছে screen recorder software ।
সফটওয়ারটি ডাউনলোডকরুন । তারপর ইন্সটল করুন, এবং ওপেন করুন ।
কী-বোর্ড থেকে কিভাবে সফটওয়ারটি নিয়ন্ত্রন করবেন, নিচে দেখুন ।




·         F8” কী-প্রেস করে start-stop করতে পারবেন।
·         Ctrl+F8 কী-প্রেস করে pause-resume করতে পারবেন।
·         F9 কী-প্রেস করে স্ক্রিনশর্ট নিতে পারবেন
·         F10 কী-প্রেস করে ওয়েব ক্যামেরা চালু করতে পারবেন,
·         Capture window -F11
·         Follow mouse cursor-ctrl+
·         Follow focus window-alt+

এই সফটওয়ারটি আমার দেখা সবছেয়ে দারুন স্ক্রীনরেকর্ডার, এইটা দিয়ে খুব সহজে টিউটোরিয়াল তৈরি করা যাই, আপনারা ডাউনলোড করুন বাকি টা নিজেই নিজেই বুঝতে পারবেন ।আমি কথা গুলি লিখলাম যারা একবারে বুঝতে পারে না তাদের জন্য ।
রেজিস্টেশন করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।
সফটওয়ারটি open করুন, তারপর exit বাটানে ক্লিক করুন, এখন দেখুন সফটওয়ারটি রেজিস্ট্রেশন করতে বলতেছে,

রেজিস্ট্রেশন বাটানে ক্লিক করুন,
E-mail : nemo@snd.org
Key:       BE21Q-AB3AW-8GM14-KABA7-CCA3B

তারপর নিচের কোড বসিয়ে দিন,
আপনার কাজ শেষ,
এখন ফুলভার্সন সফটওয়ার উপভোগ করুন।
ডাউনলোড করতে সমস্যা হলে, নিচের পদ্ধতি অনুসরন করু
zd screen recorder full virsion software

যারা টিউন্টি বুঝতে পারেন নি ।তারা এই ইউটিউব ভিডিও টি দেখুন । ভিডিওটি আপনাদের বুঝার জন্য তৈরি করা হয়েছে ।

আজ এখানে শেষ করছি, আগামি টিউন এর আমন্ত্রন রইল । ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
কিভাবে windows চালিত পিসি-ল্যাপটপ-কম্পিউটারের screen Record করবেন, কম্পিউটারের Screen Record করার একটি অসাধারন সফটয়ার। সাথে আজীবন ব্যাবহার করার সুবিধা।
Item Reviewed: কিভাবে windows চালিত পিসি-ল্যাপটপ-কম্পিউটারের screen Record করবেন, কম্পিউটারের Screen Record করার একটি অসাধারন সফটয়ার। সাথে আজীবন ব্যাবহার করার সুবিধা। 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.