0

জেনে নিন আপনার Laptop-এর (Performance)  বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় Tipsসবাইকে সালাম জানিয়ে শুরু করছি ল্যাপটপ এর পারফরমেন্স বৃদ্ধির জন্য অতি প্রোজনীয় টিপস । প্রিয় ভিজিটর আপনার laptop ভাল রাখতে হলে এই টিপস গুলি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে।> যারা Laptop ব্যবহার করেন তারা হয়তো অনেকেই এর সব নিয়ম কানুন সম্পর্কে অবগত নন। Laptop-এর পারফরমেন্স(Performance) ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলতে হয়নিম্নে তা দেয়া হলো।
ব্যাটারি দিয়ে Laptop চালানো না লাগলেও / সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, এছাড়া ব্যাটারির আয়ু কমে
যাবে। তাই মাঝে মাঝে ব্যাটারি ব্যাবহার করে ল্যাপটপ চালানো উচিত।


ব্যাটারিতে Laptop চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস (Brightness) কমিয়ে দিন। এতে করে আপনার চোখ ভাল থাকবে। ব্যাটারি থেকে কম পরিমানে চার্জ খরচ হবে।
মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন। লাইনে ধুলা বালি জমে থাকলে সমস্যা হতে পারে।
ভালো মানের Anti-Virus ব্যবহার করুন। প্রি Anti-virus ব্যাবহার বাদ দিলে ভাল হয়।
দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন। এতে করে ল্যাপটপ দ্রুত কাজ করবে।
Hard-Disk 
থেকে মুভি-গান Play করুন, কারণ সিডি/ডিভিডি RAM অনেক বেশি পাওয়ার নেয়। যার কারনে ল্যাপ্টপে সমস্যা দেখা দিতে পারে।
এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে Laptop-এর পজিশনিং করুন,  সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
• Bluethoot
Wi-Fi কানেকশন বন্ধ রাখুন।
• Hard-Disk
CPU-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। এতে ল্যাপটপের কাজ করার ক্ষমতা বাড়বে।
মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimi“er, Mem Monster, Free Up Ram, Super Ram নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।
আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম Uninstall করুন।
অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ডিলেট করতে ccleaner সফটওয়ার ব্যাবহার করুন। এটি অনেক ভাল কাজ করে।
প্রিয় ভিজিটর এই হচ্ছে আমার Laptop-এর (Performance)  বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় Tips. টিউন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামি টিউনের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।


ফেসবুকে আমি = www.facebook.com/rjimran01   

পূর্বে প্রকাশিতঃ www.tunerpage.com/  


জেনে নিন আপনার Laptop-এর (Performance)  বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় Tips
Item Reviewed: জেনে নিন আপনার Laptop-এর (Performance) বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় Tips 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.