0

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আমি আল্লহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি। প্রিয় ভিজিটর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ব্লগস্পট ব্লগের মধ্যে মেটা ট্যাগ(meta tag) সাবমিট করবেন।প্রিয় ভিজিটর মেটা ট্যাগ ব্লগ এর জন্য একটি গুরুত্বপুর্ন বিষয়, এই মেটা ট্য্যাগের মাধ্যমে সার্চ ইঞ্জিন আপনার ব্লগ সম্পর্কে কিছু ধারনা পায়। আমি কোন এক পর্বে মেটা সমর্কে আলোচনা করেছি। আমি এই টিউনে আপনাদের দেখাব কিভাবে আপনার ব্লগারের ব্লগে এই মেটা ট্যাগ সাবমিট করবেন। প্রিয় ভিজিটর চলুন শুরু করি আজেকের এই মেটা ট্যাগ তৈরি এবং সাবমিট করার টিউন।প্রিয় ভিজিটর প্রথমে আপনি এইভাবে একটি মেটা ট্যাগ তৈরি করুন




<meta name="description" content="this blog about is social bookmarking and blog commenting sites list " />
<meta name="keywords" content= "dofollow backlink, social bookmarking, blog comenting, high page rank site list" />

এইটা হচ্ছে আমার www.seobanglabd.blogspot.com ব্লগ এর মেটা ট্যাগ।
প্রথম ট্যাগে আপনার ব্লগের সম্পর্কে ১৫-২০ টি শব্দের মধ্যে একটি বর্ননা লিখুন।
২য় ট্যাগের মধ্যে ১৫-২০ টি শব্দের মধ্যে ব্লগে কি-ওয়ার্ড গুলি লিখুন। আমি যেভাবে লিখলাম।
(নোটঃ এই দুই ট্যাগের মধ্যে ১৫-২০টি শব্দ ব্যাবহার করবেন, ২০ শব্দের উপরে গেলে মেটা ট্যাগ সাবমিট করতে পারবেন না, ইরোর দেখাবে।)
মেটা ট্যাগের মধ্যে কোন বর্ন বড় হাতের দিবেন না সব গুলি বর্ন ছোট হাতের দিবেন। বড় হাতের বর্ন দিলে ইরোর দেখাবে।
ট্যাগটি তৈরি করা হয়ে গেলে, আপনার ব্লগের মধ্যে লগইন করুন। ড্যাশবোর্ড থেকে template সিলেক্ট করুন। তারপর edit html সিলেক্ট করুন।

(www.blogger.com>> Dashbord >> Template > Edit Html >> <head> ট্যাগ খুজুন>><head> ট্যাগের নিচে আপনার ট্যাগটি সাবমিট করুন।>>save Tamplat এ ক্লিক করুন।)


এখন <head> ট্যাগ খুজে বের করুন, তারপর আপনার তৈরি করা মেটা ট্যাগটি <head> ট্যাগের ঠিক নিচে পেস্ট করুন। তারপর সেভ ট্যামপ্লেট এ ক্লিক করুন। ব্যাস আপনার ট্যামপ্লেট সেভ হয়ে গেল।


সেভ করতে কারো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হলে কমেন্ট করুন। প্রিয় ভিজিটর মেটা ট্যাগ আমার টিউন এখানেই শেষ করলাম। আগামি টিউনের আমন্ত্রন রইল। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



no image
Item Reviewed: ব্লগারের জন্য এসইও টিউটোরিয়াল । খুব সহজে মেটা ট্যাগ তৈরি করুন এবং মেটা ট্যাগ সাবমিট করুন ব্লগারের ব্লগের মধ্যে 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.